Wednesday, October 24, 2012

সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনীল গঙ্গোপাধ্যায়
Sunil Gangopadhyay taken by Ragib.jpg
সুনীল গঙ্গোপাধ্যায়, আর্বানার টেগোর ফেস্টিভালে তোলা ছবি, ২০০৬
জন্ম ৭ সেপ্টেম্বর, ১৯৩৪
ফরিদপুর, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ)
মৃত্যু অক্টোবর ২৩, ২০১২ (৭৮ বছর)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তা  India
শিক্ষা বাংলা সাহিত্যো এমএ
অ্যালমা ম্যাটার কলকাতা বিশ্ববিদ্যালয় (১৯৫৪)
পেশা লেখক, কলামিস্ট
দাম্পত্য সঙ্গী স্বাতী বন্দোপাধ্যায় (m. 1967–present) «Did not recognize date. Try slightly modifying the date in the first parameter.»"Marriage: স্বাতী বন্দোপাধ্যায় to সুনীল গঙ্গোপাধ্যায়" Location: (linkback://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2_%E0%A6%97%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC)
সন্তান সৌভিক গঙ্গোপাধ্যায় (জন্ম:১৯৬৭)
পুরস্কার আনন্দ পুরষ্কার (১৯৭২, ১৯৮৯)
সাহিত্য অকাদেমি পুরষ্কার, (১৯৮৫)

সুনীল গঙ্গোপাধ্যায় (জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৯৩৪(২১ ভাদ্র, ১৩৪১ বঙ্গাব্দ)-মৃত্যু:২৩ অক্টোবর, ২০১২) হলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সাংবাদিক ও কলামিস্ট।

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। ১৯৫৩ সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং ১৯৬৬ সালে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কী রকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দী (শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে), হঠাৎ নীরার জন্য, রাত্রির রঁদেভূ, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রাণু, মনের মানুষ ইত্যাদি। শিশুসাহিত্যে তিনি "কাকাবাবু-সন্তু" নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক" ও "নীল উপাধ্যায়" ছদ্মনামেও লেখেন। বর্তমানে তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমিপশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতি।

পরিচ্ছেদসমূহ

 [আড়ালে রাখো

[সম্পাদনা] প্রাথমিক জীবন

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ফরিদপুর জেলায়, বর্তমান যা বাংলাদেশের অন্তর্গত।

[সম্পাদনা] টিভি এবং চলচ্চিত্র

সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু কাহিনী চলচ্চিত্রায়িত হয়েছে । তার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য। এছাড়া কাকাবাবু চরিত্রের দুটি কাহিনী সবুজ দ্বীপের রাজা এবং কাকাবাবু হেরে গেলেন চলচ্চিত্রায়িত হয়েছে । হঠাৎ নীরার জন্য ওনার লিখিত আরেকটি ছবি ।

[সম্পাদনা] সম্মান

২০০২ সালে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার শেরিফ নির্বাচিত হয়েছিলেন ।

[সম্পাদনা] রচিত উপন্যাস

[সম্পাদনা] ঐতিহাসিক

[সম্পাদনা] অন্যান্য

  • রূপটান
  • শান্তনুর ছবি
  • শিখর থেকে শিখরে
  • উদাসী রাজকুমার
  • নীল চাঁদ : দ্বিতীয় মধুযামিনী
  • একটি মেয়ে অনেক পাখি
  • আলপনা আর শিখা
  • অনসূয়ার প্রেম
  • মধ্যরাতের মানুষ
  • কেউ জানে না
  • অনির্বান আগুন
  • নবীন যৌবন
  • দরজার আড়ালে
  • দরজা খোলার পর
  • পায়ের তলায় সরষে
  • মানসভ্রমণ
  • ভালো হতে চাই
  • দৃষ্টিকোণ
  • দুজনে মুখোমুখি
  • মনে রাখার দিন
  • সেই দিন সেই রাত্রি
  • বেঁচে থাকার নেশা
  • কর্ণ
  • প্রথম নারী
  • দময়ন্তীর মুখ
  • প্রতিশোধের একদিক
  • কল্পনার নায়ক
  • উড়নচন্ডী
  • বাবা মা ভাই বোন
  • এলোকেশী আশ্রম
  • সমুদ্রতীরে
  • প্রতিদ্বন্দ্বী
  • সোনালী দিন
  • স্বপ্নসম্ভব
  • ছবি
  • প্রতিপক্ষ
  • একাকিনী
  • এর বাড়ি ওর বাড়ি
  • এখানে ওখানে সেখানে
  • দুই বসন্ত
  • ভালোবাসা, প্রেম নয়
  • প্রথম প্রণয়
  • কপালে ধুলো মাখা
  • অন্তরঙ্গ
  • সুপ্ত বাসনা
  • জলদস্যু
  • আঁধার রাতের অতিথি
  • দুই অভিযান
  • ভয়ঙ্কর প্রতিশোধ
  • অজানা নিখিলে
  • কাজরী
  • সময়ের স্রোতে
  • এক জীবনে
  • সময় অসময়
  • তিন চরিত্র
  • প্রেম ভালবাসা
  • বসন্ত দিনের খেলা
  • সেতুবন্ধন
  • বিজনে নিজের সঙ্গে
  • হৃদয়ে প্রবাস
  • কোথায় আলো
  • এক অপরিচিতা
  • গড়বন্দীপুরের সে
  • স্বপ্নের নেশা
  • ভালোবাসা
  • নিজেকে দেখা

[সম্পাদনা] কবিতার বই

[সম্পাদনা] নাটক

  • প্রানের প্রহরী
  • রাজা রানী ও রাজসভায় মাধবী
  • মালঞ্চমালা
  • স্বাধীনতা সংগ্রামে নেতাজী

[সম্পাদনা] গল্পগ্রন্থ

  • শাজাহান ও তার নিজস্ব বাহিনী
  • আলোকলতার মূল

[সম্পাদনা] অন্যান্য বই

  • বরণীয় মানুষ : স্মরণীয় বিচার
  • আন্দামানে হাতি
  • আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য (প্রবন্ধ)
  • ইতিহাসে স্বপ্নভঙ্গ (প্রবন্ধ)
  • ছবির দেশে কবিতার দেশে (প্রবন্ধ)
  • রাশিয়া ভ্রমণ
  • তাকাতে হয় পিছন ফিরে (প্রবন্ধ)
  • কবিতার জন্ম ও অন্যান্য
  • সনাতন পাঠকের চিন্তা
  • সম্পাদকের কলমে

[সম্পাদনা] সৃষ্ট চরিত্র

[সম্পাদনা] বহির্গামী যোগসূত্র


No comments:

Post a Comment