সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায় | |
---|---|
সুনীল গঙ্গোপাধ্যায়, আর্বানার টেগোর ফেস্টিভালে তোলা ছবি, ২০০৬ | |
জন্ম | ৭ সেপ্টেম্বর, ১৯৩৪ ফরিদপুর, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ) |
মৃত্যু | অক্টোবর ২৩, ২০১২ (৭৮ বছর) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | India |
শিক্ষা | বাংলা সাহিত্যো এমএ |
অ্যালমা ম্যাটার | কলকাতা বিশ্ববিদ্যালয় (১৯৫৪) |
পেশা | লেখক, কলামিস্ট |
দাম্পত্য সঙ্গী | স্বাতী বন্দোপাধ্যায় (m. 1967–present) «Did not recognize date. Try slightly modifying the date in the first parameter.»"Marriage: স্বাতী বন্দোপাধ্যায় to সুনীল গঙ্গোপাধ্যায়" Location: (linkback://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2_%E0%A6%97%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC) |
সন্তান | সৌভিক গঙ্গোপাধ্যায় (জন্ম:১৯৬৭) |
পুরস্কার | আনন্দ পুরষ্কার (১৯৭২, ১৯৮৯) সাহিত্য অকাদেমি পুরষ্কার, (১৯৮৫) |
সুনীল গঙ্গোপাধ্যায় (জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৯৩৪(২১ ভাদ্র, ১৩৪১ বঙ্গাব্দ)-মৃত্যু:২৩ অক্টোবর, ২০১২) হলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সাংবাদিক ও কলামিস্ট।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। ১৯৫৩ সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং ১৯৬৬ সালে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কী রকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দী (শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে), হঠাৎ নীরার জন্য, রাত্রির রঁদেভূ, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রাণু, মনের মানুষ ইত্যাদি। শিশুসাহিত্যে তিনি "কাকাবাবু-সন্তু" নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক" ও "নীল উপাধ্যায়" ছদ্মনামেও লেখেন। বর্তমানে তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতি।
পরিচ্ছেদসমূহ[আড়ালে রাখো] |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ফরিদপুর জেলায়, বর্তমান যা বাংলাদেশের অন্তর্গত।
[সম্পাদনা] টিভি এবং চলচ্চিত্র
সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু কাহিনী চলচ্চিত্রায়িত হয়েছে । তার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য। এছাড়া কাকাবাবু চরিত্রের দুটি কাহিনী সবুজ দ্বীপের রাজা এবং কাকাবাবু হেরে গেলেন চলচ্চিত্রায়িত হয়েছে । হঠাৎ নীরার জন্য ওনার লিখিত আরেকটি ছবি ।
[সম্পাদনা] সম্মান
২০০২ সালে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার শেরিফ নির্বাচিত হয়েছিলেন ।
[সম্পাদনা] রচিত উপন্যাস
[সম্পাদনা] ঐতিহাসিক
[সম্পাদনা] অন্যান্য
|
|
|
[সম্পাদনা] কবিতার বই
[সম্পাদনা] নাটক
|
|
[সম্পাদনা] গল্পগ্রন্থ
- শাজাহান ও তার নিজস্ব বাহিনী
- আলোকলতার মূল
[সম্পাদনা] অন্যান্য বই
|
|
|
[সম্পাদনা] সৃষ্ট চরিত্র
[সম্পাদনা] বহির্গামী যোগসূত্র
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
No comments:
Post a Comment