Thursday, February 14, 2013

যুক্তরাষ্ট্রে এক বছরে ১০০ টি ব্যাংক বন্ধ হয়ে গেছে

যুক্তরাষ্ট্রে এক বছরে ১০০ টি ব্যাংক বন্ধ হয়ে গেছে

http://www.thebengalitimes.com/details.php?val=496&pub_no=0&menu_id=5

কর্তৃপক্ষ গত শুক্রবার আরও ৭টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে অকার্যকর হয়ে যাওয়া আঞ্চলিক ব্যাংকের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে চলতি বছরে মোট ১০৬টি আঞ্চলিক ব্যাংক বন্ধ হয়ে গেছে।
দি ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন শুক্রবার ফ্লোরিডায় ৬ কোটি ৫৫ লাখ ডলার মূলধনের নেপলস ব্যাংক বন্ধ ঘোষণা করে। এএফপি।
এ বছরের শুরু থেকে বন্ধ হওয়া ব্যাংকগুলোর মধ্যে এটি শততম।
শুক্রবার বন্ধ ঘোষণা করা অন্য ব্যাংকগুলো হচ্ছে, জাতীয় মর্যাদাবাহী ব্যাংক অব ফ্লোরিডা, আমেরিকান ইউনাইটেড ব্যাংক অব জর্জিয়া, রিভারভিউ কমিউনিটি ব্যাংক অব মিনেসোটা, ব্যাংক অব এলমউড অব উইসকনসিন ও দুপাগি ব্যাংক অব ইলিনয়।

No comments:

Post a Comment