Thursday, February 14, 2013

টরন্টোতে শাহবাগের উত্তাপ!

টরন্টোতে শাহবাগের উত্তাপ!
http://www.thebengalitimes.com/details.php?val=5943&pub_no=167&menu_id=2

টরন্টোতে শাহবাগের উত্তাপ!
 দ্য বেঙ্গলি টাইমস ডটকম
অসাধারণ অনুভূতি...অভাবনীয় দৃশ্য.....মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বৃথা যেতে পারে না। এটা আরেকবার প্রমাণ করলো কানাডার টরন্টো প্রবাসী দেশপ্রেমিক বাঙালিরা। যুদ্ধাপরাধীদের বিচার ও শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকে সমর্থন জানিয়ে গত ৯ ফেব্রুয়ারি শনিবার কানাডার টরন্টোর ড্যানফোর্থ-ভিক্টোরিয়া পার্ক এলাকায় প্রবাসী বাঙালিরা মানববন্ধনের আয়োজন করে। মাইনাস ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে ঐদিন বিকাল ৩টায় কয়েকশ' বাঙালি পরিবার একত্রিত হয়ে এই মানববন্ধন শুরু করে। বিভিন্ন শ্রেণী-পেশার বাঙালিরা এই আয়োজনে অংশ নেয়। বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতের দাবিতে নানা বক্তব্য সম্বলিত প্লাকার্ডও বহন করা হয়। সন্ধ্যা ৬টায় এই আয়োজন শেষ হয় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে। এই মানববন্ধনকে ঘিরে কানাডার মূলধারায় আগ্রহ দেখা দেয়। ঢাকার বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ ও প্রচারিত হয়। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগামী শনিবার একই স্থানে নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হবে।
রেটিং দিন :

No comments:

Post a Comment