Friday, August 29, 2025

বাংলাদেশী সন্দেহে বাঙালিদের মারছে কে? কেন?

বাংলাদেশী সন্দেহ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের মারছে। এতে কিছু পাবলিক মারাত্মক ক্রুদ্ধ। ক্রুদ্ধ এমনিতে হলে কোনো ক্ষতি নেই, কারণ হওয়াই উচিৎ। দুটো কারণে মারাত্মক ক্রুদ্ধ হওয়া উচিৎ। (১) বাঙালিদের মারবার অধিকার কে দিয়েছে শা* তোদের? তোরা শা* কে? এই হলো এক নম্বর। (২) যারা মারছে, তারা রেসিস্ট, বদমাশ, গুণ্ডা। তার ওপর বিজেপি-মার্কা, অমিত মালবিয়া-মার্কা বাঁদর। সুতরাং তাদের মানুষ বলে মনে করার কোনো কারণ নেই। এবারে আমার ফ্যালাসি বা কনফিউশন হলো, বাংলাদেশী হলে তাদের মারবার অধিকার কে দিয়েছে? প্রথম কথা বাংলাদেশী তারা নয়। বার বার প্রমাণিত হচ্ছে, তারা ভারতীয় বাঙালি, এবং নিজের দেশের যে কোনো জায়গায় গিয়ে থাকবার এবং কাজকর্ম করার অধিকার তাদের আছে। ঠিক যেমন ইউপি, বিহার, ওড়িশা, আসাম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা সব জায়গার মানুষ পশ্চিমবঙ্গে এসে থাকে, কাজকর্ম করে, এবং বংশপরম্পরায় আছে। তাদের মারধোর করার অধিকার কারুর নেই। আমি ওই জাতিবিদ্বেষের বদলে জাতিবিদ্বেষ, রেসিজমের বদলে রেসিজম, ঘৃণার বদলে ঘৃণা -- এই পলিটিক্সে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গে অবাঙালিদের ওপর অত্যাচার শুরু হলে আমি প্রথম তার প্রতিবাদ করবো। দরকার হলে আইনের পথে যাবো। আমার প্রচুর হিন্দিভাষী বন্ধু আছে, যারা আজকের এইসব মুখে বাঙালি কিন্তু মনে বলিউড, তাদের থেকে অনেক বেশি বাঙালি। তাদের গায়ে কেউ হাত তুল্লে আমি ছেড়ে দেবো না। কিন্তু আমার এই ফ্যালাসি হলো, পশ্চিমবঙ্গীয় বাঙালি হলে তাকে অ্যাটাক করলে আমরা মিছিল মিটিং করবো, আর বাংলাদেশী বাঙালিদের ওপর আক্রমণ হলে তা ঠিক আছে, মোটামুটি মেনে নেওয়াই যায় -- এই তত্ত্বে আমার বিশাল অ্যালাৰ্জি। এই তত্ত্বের আসল মানে হলো, মুসলমান বাঙালি হলে তার ওপর অ্যাটাক করলে অসুবিধে নেই, কারণ বাংলাদেশী বাঙালি মানেই হলো আসলে মুসলমান বাঙালি, এবং ওগুলো সব অনুপ্রবেশকারী এবং হয়তো বা টেররিস্ট -- এই হলো আসল ইনার মিনিং। অর্থাৎ, ভেতরে ভেতরে ইসলামোফোবিয়া এবং বাংলাদেশ-বিদ্বেষ। যারা মিছিল মিটিং করছে, খোঁজ নিয়ে দেখুন, তাদের মধ্যে একটা বিরাট পার্সেন্টেজ আছে, যাদের আসল মিটিং মিছিল করার উদ্দেশ্য হচ্ছে মুসলমান বিদ্বেষ। এরা চায় আর একটা নতুন ধরণের দাঙ্গার পরিবেশ পশ্চিমবঙ্গে সৃষ্টি হোক। এদের পিছনে কারা আছে, I have no idea . কিন্তু অনুমান করতে পারি। Dr Parth Bannerjee

No comments:

Post a Comment