মানবাধিকার হরণ: :আর কত অপেক্ষা, আর কত কান্না
বাবার জন্য কাঁদছে সন্তান, সন্তানের জন্য মা। স্বামীর জন্য কাঁদছে স্ত্রী, ভাইয়ের জন্য ভাই। মঞ্চে একেকজন যখন গুম-অপহরণ বা 'ক্রসফায়ারে' নিহত স্বজনদের জন্য কাঁদছিলেন, তখন সেই কান্না সংক্রমিত হচ্ছিল পুরো মিলনায়তনে। মাঝে মাঝে কান্নার আওয়াজে আর কিছুই শোনা যাচ্ছিল না।গতকাল বুধবার এমনটাই ছিল রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের পরিবেশ।
http://www.prothom-alo.com/
No comments:
Post a Comment