Friday, August 21, 2015

Mamata sees Black Flags in Presidency! Campus Coup again as Mamta posts Selfies against BLACK FLAGS!JADAVPUR, FTII Repeated!Police Thrsahed students in PRESIDENCY! তৃণমূলের হাফ গুন্ডা দের ভয়ে প্যান্টে হিসি করে ফেলা বাঙ্গালার বীর আইপিএস রা প্রেসিডেন্সির ছাত্র- ছাত্রীদের পেটাল । আর প্রেসিডেন্সির ভাইস চ্যান্সেলার , দাঁত বার করে হাসছেন। এই ভিসি কে চিনে নিন, OLX এ বেচে দিন। আমাদের রাজ্যের কৃষক শ্রেণী আজ ধান-গমের ন্যায্যমূল্য থেক বঞ্চিত। ফসলের ন্যায্যমূল্য না পেয়ে বিভিন্ন জায়গায় চাষিরা আত্মঘাতী হচ্ছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পড়ুয়ারা, কালো পতাকা দেখলেন মুখ্যমন্ত্রী Palash Biswas

Mamata sees Black Flags in Presidency!

Campus Coup again as Mamta posts Selfies against BLACK FLAGS!JADAVPUR, FTII Repeated!Police Thrsahed students in PRESIDENCY!

তৃণমূলের হাফ গুন্ডা দের ভয়ে প্যান্টে হিসি করে ফেলা বাঙ্গালার বীর আইপিএস রা প্রেসিডেন্সির ছাত্র- ছাত্রীদের পেটাল ।

আর প্রেসিডেন্সির ভাইস চ্যান্সেলার , দাঁত বার করে হাসছেন।

এই ভিসি কে চিনে নিন, OLX এ বেচে দিন।

আমাদের রাজ্যের কৃষক শ্রেণী আজ ধান-গমের ন্যায্যমূল্য থেক বঞ্চিত।

ফসলের ন্যায্যমূল্য না পেয়ে বিভিন্ন জায়গায় চাষিরা আত্মঘাতী হচ্ছেন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পড়ুয়ারা, কালো পতাকা দেখলেন মুখ্যমন্ত্রী

Palash Biswas

Anarchy in Presidency Campus as Mamta posts Selfies against BLACK FLAGS!


JADAVPUR, FTII Repeated!


Police Thrsahed students in PRESIDENCY!


In another rare show of students' protest,West Bengal Chief Minister Mamata Banerjee was shown black flags at the esteemed Presidency University during the convocation ceremony on Friday.

Students showing placards, black flags and shouting slogans like' Presidency does not welcome you CM' and 'You are not welcome CM' gheraoed the state education minister Partha Chatterjee for several minutes ahead of the Chief Minister's arrival at the university.

Chatterjee had to enter the venue of the event through the Derozio Building instead. The CM however entered amidst tight security and heavy deployment of police personnel.

While she was leaving for another event in the neighbouring Calcutta University to attend their 125th anniversary celebration of Calcutta University Institute, she was again shown black flags.

Agitators raised slogans like, 'We have not forgotten what happened on April 2 and 10' and 'We want justice'.

It was on April 2, 2013, when SFI leader Sudipta Gupta died allegedly in police custody after a protest rally. In the same year, on April 10, a procession led by Trinamool Congress supporters barged into the premises of the Presidency University and ransacked the laboratory.

The agitating students demanded an impartial probe into the two cases.

Later, the students started gheraoing the university vice chancellor Anuradha Lodhia till the last reports came in.

Indian Express reports:

Presidency University: Students greet Mamata Banerjee with black flags

As Mamata Banerjee entered the campus to attend the inaugural ceremony of Presidency's third convocation at Derozio Hall, she was greeted with placards and wall writing which stated that the CM was not welcome.

Chief Minister Mamata Banerjee was on Friday greeted with slogans and black flags at Presidency University by a section of students, who later gheraoed Vice-Chancellor Anuradha Lohia, while alleging that they were manhandled by the CM's security team.

As Mamata entered the campus to attend the inaugural ceremony of Presidency's third convocation at Derozio Hall, she was greeted with placards and wall writing which stated that the CM was not welcome. As the students locked the main gate of the college, state Education Minister Partha Chatterjee had to take a taxi to leave the campus through the back gate.

While speaking at the inaugural ceremony, Mamata said: "Do I have to be accountable why I have come here? They have invited me. Why shouldn't I go (to the campus)? There is no reason to think that everyone should like me. But why won't I come?"

Without naming the students, she said: "There is a word called courtesy in a democracy. Everyone has to maintain discipline." Later, Mamata walked out of the university and reached Calcutta University Institute Hall on College Street. She also tweeted in the meantime, saying: "Since I was associated with students movement in the past, I respect students movement, I support their genuine cause… political purpose should not stand in the way… institutions are above everything."

SHARE THIS ARTICLE

Share

RELATED ARTICLE

1

2

3

4

5

6

PrevNext

While Mamata was leaving, her security team allegedly entered into a scuffle with the protesting students. "We were protesting peacefully inside our campus when some policemen assaulted some students. Eight of us were injured," said Trisha Chanda, general secretary of students' union PUSA, said.

The protesting students — affiliated to Presidency University Students Association (PUSA) and SFI — said they wanted to speak to Mamata seeking punishment to those responsible for the ransack of heritage Baker Laboratory of the varsity during a 2013 incident but were not allowed to talk to her.

kolkataStudents of Presidency University hold protest. (Source: Express photo by Subham Dutta)

The students later went to the V-C's room and started an indefinite gherao in the evening, demanding her resignation. "We told the V-C what has happened but she is not willing to accept that the police thrashed us. We seek an apology from the police and the resignation of our V-C for non-action," Chanda said.

They defaced the nameplate outside Lohia's door with black ink, wrote 'ex' before vice-chancellor and also replaced the word professor with 'oppressor'.

When contacted, Lohia said there was no question for her resigning. "I had not called the police in the campus and have no idea if students were manhandled. Why should I resign?" she asked. The university students have decided to boycott the convocation on Saturday.

Students of Jadavpur University (JU) came out in support of their Presidency counterpart. "We strongly condemn this and demand the immediate resignation of the V-C. The usage of state machinery on intelligencia time to time reveals the fascist times that we live in. We appeal to all the students to rise against fascism and police atrocity," a statement by JU students said.

Presidency to get campus in Kurseong

The Presidency University will soon have a campus at Kurseong in Darjeeling district devoted to the study of biodiversity and ecology of the Himalayas.

Chief Minister Mamata Banerjee announced the new campus will be set up at Dow Hill at Kurseong and be known as 'Himalayan Institute'. She announced that the state government will give Rs 118 crore for another campus of the varsity coming up on a 10-acre plot at Rajarhat.

Mamata, during her visit to the campus, announced various grants for the university. While handing over a cheque of Rs 30 crore to the Presidency for the new campus, Mamata announced that Rs 10 crore has been approved for the university's beautification and Rs 1.78 crore for upgradation of its library.   ENS

- See more at: http://indianexpress.com/article/cities/kolkata/students-greet-mamata-banerjee-with-black-flags/#sthash.bbRprNjM.dpuf



মমতাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রেসিডেন্সীর ছাত্র-ছাত্রীদের

নবেন্দু গুহ,কলকাতা থেকে: "প্রেসিডেন্সী ডাজ নট ওয়েলকাম ইউ সিএম "। শুক্রবার বিকেলে এই পোস্টার লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাঁরা মুখ্যমন্ত্রীকে কালো পতাকাও দেখান। প্র্র্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হল-এ এক অনুষ্ঠানে অংশ নেবার জন্য মুখ্যমন্ত্রী এসে পৌঁছোলে ছাত্র-ছাত্রীরা শ্লোগান দিতে শুরু করেন।


কালো পতাকাও দেখান। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, সেই সময় পুলিশের হাতে নিগৃহীত হন তাঁরা।ডিরোজিও হলের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী যখন বেরোতে যান সেই সময়েও ছাত্র-ছাত্রীরা আরো এক প্রস্হ বিক্ষোভ দেখান। সেই সময়েও পুলিশের হাতে তাদের হেনস্হা হতে হয় বলে অভিযোগ করেছেন ছাত্র-ছাত্রীরা। এরপর বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা উপাচার্য অনুরাধা লোহিয়ার ইস্তফা দাবি করে তাঁকে ঘেরাও করে রাখেন।


এই খবর লেখা পর্যন্ত ঘেরাও চলছে। ২০১৩ সালের ১০ এপ্রিল প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বেকার হল-এ একদল দুষ্কৃতী হামলা করে এবং ভাঙ্গচুর চালায়। অভিযোগ ওঠে এই হামলা কান্ডে জড়িত ছিলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহণ করা হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়েই কথা বলতে চাইছিলেন ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। এটা না হওয়ায় ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে।


মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে যায়। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হয়। পুলিশের হাতে নিগৃহীত হবার ঘটনার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা উপাচার্যর পদত্যাগ দাবি করে তাঁকে ঘেরাও করে রাখেন। উপাচার্য জানান যে তাঁর ইস্তফা দেবার কোন প্রশ্নই ওঠেনা। এদিকে শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট সবাই।


তৃণমূলের হাফ গুন্ডা দের ভয়ে প্যান্টে হিসি করে ফেলা বাঙ্গালার বীর আইপিএস রা প্রেসিডেন্সির ছাত্র- ছাত্রীদের পেটাল ।

আর প্রেসিডেন্সির ভাইস চ্যান্সেলার , দাঁত বার করে হাসছেন।

এই ভিসি কে চিনে নিন, OLX এ বেচে দিন।

‪#‎bukchitiyesfi‬

mamta-ay-presy

কলকাতা;  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুনতে হল 'গো ব্যাক' স্লোগানও৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিক্ষোভ দেখানোর সময় তাঁদের মারধর করেছে পুলিশ। গভীর রাত পর্যন্ত উপাচার্যকে ঘেরাও চলছে৷

মুখ্যমন্ত্রী আসাকে ঘিরে শুক্রবার দুপুর থেকে প্রেসিডেন্সি চত্বর ছিল উত্তাল৷ যাতে তাঁকে কোনও রকম বিক্ষোভের মুখে পড়তে না হয়, সেজন্য মূল গেট থেকে ডিরোজিও ভবন পর্যন্ত এলাকা কর্ডন করে পুলিশ। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। এদিন মুখ্যমন্ত্রী যখন পোর্টিকোর পাশ দিয়ে ডিরোজিও হলে যান, তখন সেখানে স্লোগান দিতে থাকে পড়ুয়ারা। তবে সরাসরি না হলেও ডিরোজিও ভবনে বক্তৃতা করতে গিয়ে বিক্ষোভ প্রসঙ্গে পড়ুয়াদের বিঁধতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাল্টা প্রশ্ন যেন ছুড়ে দেন, এখানে আসতে গেলে কৈফিয়ত দিতে হবে নাকি? যদিও এর পাশাপাশি, পাল্টা উন্নয়নমুখী ঘোষণায় ছাত্রছাত্রীদের কাছ থেকে হাততালি কুড়িয়ে নিতে দেখা যায় মমতা বন্দোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর সেই সব ঘোষণার পর করতালিতে ভরে যায় এদিনের হলঘর।

এদিকে মুখ্যমন্ত্রীকে ঘিরে পড়ুয়াদের ক্ষোভ ফুটে উঠেছে দেওয়াল লিখন থেকে পোস্টার প্ল্যাকারে। সেখানে লেখা হয়েছে- সিএম, ইউ আর নট ওয়েলকাম! পোস্টার-প্ল্যাকার্ড-স্লোগানে মাধ্যমে একদল ছাত্র ছাত্রী প্রশ্ন তোলেন, ২০১৩ সালে প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় এখনও কেন কেউ গ্রেফতার হল না ? তাছাড়া তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মদতেই একের পর এক অধ্যাপককে প্রেসিডেন্সি থেকে বদলি করা হচ্ছে। আর্থিক অনুদান দিয়ে যে এই প্রশ্নগুলি চাপা দেওয়া যাবে না,বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় পড়ুয়াদের৷

তবে মুখ্যমন্ত্রীর কৈফিয়ত দিতে হবে বলে মন্তব্যই যেন বিক্ষোভের আঁচকে আরও উস্কে দেয়। ফলে মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সি থেকে হেঁটে বেরনোর সময় গেটের সামনে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। কয়েকজন গেটের সামনে শুয়েই পড়েন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, শিক্ষামন্ত্রী গেটের সামনে এসেও ফের ডিরোজিও ভবনে ফিরে যায়। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর পিছনের গেট দিয়ে বেরতে হয় শিক্ষামন্ত্রীকে। পড়ুয়াদের অভিযোগ আজ মুখ্যমন্ত্রীকে ঘিরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় তাঁদের উপর আক্রমণ করেছে পুলিস। তাঁদের দাবি এরপর ছাত্র-ছাত্রীরা অন্যদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলে মুখ্যমন্ত্রীর গাড়ির জন্য 'সেফ প্যাসেজ' তৈরির নামে তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিস বলে অভিযোগ পড়ুয়াদের৷ তারপর এই অভিযোগ করে উপাচার্যকে ঘেরাও করে ছাত্র-ছাত্রীরা৷ তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে৷

এদিকে উপাচার্য অনুরাধা লোহিয়া জানিয়েছেন, পুলিশের কাছে পড়ুয়ারা মার খেয়েছেন এমন কথা তাঁর জানা নেই। তাঁর পাল্টা অভিযোগ তিনি ঘটনার সম্পর্কে জানতে পুলিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও পড়ুয়াদের বিক্ষোভের ফলে সেটাই সম্ভব হচ্ছে না। তাছাড়া বিক্ষোভ থামিয়ে ছাত্র-ছাত্রীরা আলোচনা করতে চাইলে, তিনি সব ধরণের তাতে রাজি। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন পদত্যাগ তিনি করবেন না। তার দাবি সংখ্যাগরিষ্ঠ ভাল ছেলেমেয়েরা মুখ্যমন্ত্রীকে স্বাগতই জানিয়েছে শুধুমাত্র অল্প সংখ্যক দুষ্টু ছেলে বিক্ষোভ করেছে৷


আমাদের রাজ্যের কৃষক শ্রেণী আজ ধান-গমের ন্যায্যমূল্য থেক বঞ্চিত।

ফসলের ন্যায্যমূল্য না পেয়ে বিভিন্ন জায়গায় চাষিরা আত্মঘাতী হচ্ছেন।

দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী যে বর্ধমানে তাঁর শততম প্রশাসনিক বৈঠক করেছেন, সেই জেলাতেই এখনও পর্যন্ত ১০৩ জন কৃষক আত্মঘাতী হয়েছেন ।

কেন্দ্র-রাজ্য কৃষক স্বার্থ ক্ষুণ্ণ করে কৃষিজাত পণ্যে ভর্তুকি তুলে দিচ্ছে।

ধান,পাট,আলু চাষিরা উদপাদিত ফসলের সহায়ক মুল্য পাচ্ছেন না ।

অন্যদিকে কৃষি জমির উপর থেকে কৃষক দের উৎখাত করবার কেন্দ্রীয় চক্রান্ত - কৃষক স্বার্থ বিরোধী "জমি বিল" ।

কৃষকদের দুরবস্থার কথা জানাতে আগামী ২৭ শে আগস্ট বামপন্থী কৃষক সংগঠনের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ।

"নবান্ন ঘেরাও " কর্মসূচী ।

কৃষক শ্রেণীর অর্জিত অধিকার রক্ষার সংগ্রামে আপনিও সামিল হন।


SFI WB - Students' Federation of India, West Bengal's photo.

SFI WB - Students' Federation of India, West Bengal with Sujan Chakraborty and17 others

২০১৩-র হামলায় কেউ গ্রেফতার হল না কেন, প্রশ্ন তুলে প্রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ, 'গো ব্যাক' স্লোগান পড়ুয়াদের

প্রকাশ সিন্হা, এবিপি আনন্দ

Friday, 21 August 2015 06:29 PM

কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ  চট্ট্যোপাধ্যায়। দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগানও। তবে ডিরোজিও ভবনে বক্তব্য রাখতে গিয়ে পালটা মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আসতে গেলে কি কৈফিয়ত দিতে হবে নাকি?  তিনি বেরিয়ে যাওয়ার পর উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিক্ষোভ দেখানোর সময় তাঁদের মারধর করেছে পুলিশ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান, গো ব্যাক স্লোগান দেন পড়ুয়ারা।

শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রেসিডেন্সিতে যান মুখ্যমন্ত্রী। কিন্তু, তিনি সেখানে পৌঁছনোর আগে থেকেই চড়তে শুরু করে বিক্ষোভের পারদ। এমনকী, পড়ুয়ারা যে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে না, তা-ও স্পষ্ট ফুটে ওঠে দেওয়াল লিখনে। তাতে পরিষ্কার লেখা হয়েছে, সিএম, ইউ আর নট ওয়েলকাম! পোস্টার-প্ল্যাকার্ড-স্লোগানে প্রশ্ন তোলা হয়, ২০১৩ সালে প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হল না কেন? কেউ কেউ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর মদতেই একের পর এক অধ্যাপককে প্রেসিডেন্সি থেকে বদলি করা হচ্ছে। আর্থিক অনুদান দিয়ে যে এই প্রশ্নগুলি চাপা দেওয়া যাবে না, তাও সাফ জানিয়ে দেন পড়ুয়ারা।

এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী প্রেসিডেন্সিতে পৌঁছতেই বিক্ষোভ চরমে ওঠে। ক্যাম্পাসের মূল গেটের সামনেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। তার মধ্যেই কোনওমতে ডিরোজিও ভবনে ঢোকেন শিক্ষামন্ত্রী।

তবে মুখ্যমন্ত্রীকে যাতে এই বিক্ষোভের মুখে পড়তে না হয়, সেজন্য মূল গেট থেকে ডিরোজিও ভবন পর্যন্ত এলাকা কর্ডন করে পুলিশ। কিন্তু, তাতেও বিক্ষোভ আটকানো যায়নি। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী যখন পোর্টিকোর পাশ দিয়ে ডিরোজিও ভবনে যান, তখন সেখানে স্লোগান তোলেন পড়ুয়ারা। সরাসরি না হলেও ডিরোজিও ভবনে বক্তৃতা করতে গিয়ে বিক্ষোভ প্রসঙ্গে পড়ুয়াদের বিঁধেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, এখানে আসতে গেলে কৈফিয়ত দিতে হবে নাকি?

কিন্তু, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই যেন বিক্ষোভের আঁচ আরও উস্কে দেয়। মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সি থেকে হেঁটে বেরনোর সময় গেটের সামনে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। কয়েকজন গেটের সামনে শুয়েই পড়েন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, শিক্ষামন্ত্রী গেটের সামনে এসেও ফের ডিরোজিও ভবনে ফিরে যায়। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর পিছনের গেট দিয়ে বেরতে হয় শিক্ষামন্ত্রীকে। পরে পুলিশ এসে ছাত্রদের সরিয়ে দেয়। কিন্তু, পুলিশ তাঁদের মারধর করেছে, এই অভিযোগে এরপর উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

http://abpananda.abplive.in/kolkata/2015/08/21/article691171.ece/CM-faces-protests-go-back-slogan-at-presidency

প্রেসেডিন্সেতি 'নট ওয়েলকাম, ' মুখ্যমন্ত্রীকে কালোপতাকা দেখালেন ছাত্র-ছাত্রীরা

প্রেসেডিন্সেতি 'নট ওয়েলকাম, ' মুখ্যমন্ত্রীকে কালোপতাকা দেখালেন ছাত্র-ছাত্রীরা

ওয়েব ডেস্ক: প্রেসিডেন্সিতে 'নট ওয়েলকাম' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রেসিডেন্সিতে কালো পতাকা দেখতে হল মুখ্যমন্ত্রীকে। শুনতে হল 'নট ওয়েলকাম' স্লোগান। পড়লেন প্রবল বিক্ষোভের মুখে। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে প্রেসিডেন্সির মেইন বিল্ডিংয়ে ঢুকতেই পারেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সরাসরি ডিরোজিও হলে চলে যেতে হয়।

২০১৩ সালে বেকার্স ল্যাবে ভাঙচুরের ঘটনার কথা বারবার উঠে এসেছে ছাত্র-ছাত্রীদের কণ্ঠে। তাঁরা বারবার জানিয়েছেন ওই দিনের ঘটনা তাঁরা ভুলছেন না। টাকা দিয়ে প্রেসিডেন্সিকে কেনা যাবে না।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর পর, বেকার্স ল্যাব ভাঙচুর। ছাত্র-ছাত্রীদের অভিযোগ সেদিনের নক্কার জনক ঘটনার পর সারা রাজ্য প্রতিবাদে ফেটে পড়লেও সরকারের তরফে বিন্দুমাত্র কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি সেই ঘটনায়। আজ মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে পড়ুয়ারা বুঝিয়ে দিলেন সেদিনের ঘটনার ক্ষোভ আজও অমলিন তাঁদের মনে।

http://zeenews.india.com/bengali/kolkata/cm-faced-black-flag-in-presi_130782.html



Mamata Banerjee added 6 new photos.

I visited Presidency University today on their invitation in connection with the forthcoming celebration of 200-years of this glorious institution.

On the occasion, I conveyed our government's administrative approval for Rs. 118 Crore for Presidency University's new campus in New Town, of which a grant of Rs. 30 Crore was announced today.

Also, for the repair, renovation and beautification of this existing heritage campus for the approaching bicentenary celebrations as also for up-gradation of the University's library, I announced a grant of Rs. 11.78 Crore from the Government.

The proposed setting up of the 'Himalayan Centre of Presidency University at Dow Hill, Kurseong' in Darjeeling at a cost of Rs.30 Crore, was also approved. Here subjects like Astrophysics and Space Sciences, Himalayan Ecology and Biodiversity, Himalayan Geology and Tectonics, among other subjects will be taught at the UG and PG levels.

We are committed to make Presidency University an institute of global reckoning.

My best wishes to the respected Vice Chancellor, past and present faculty and my dear student brothers and sisters.

Later, I was present in the inauguration ceremony of renovated Calcutta University Institute Hall and celebration of 125 years of foundation of this heritage body.

We are indeed proud of our tradition.

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পড়ুয়ারা, কালো পতাকা দেখলেন মুখ্যমন্ত্রী

Last Updated: Saturday, August 22, 2015 - 00:03


বিকেল ৩.০০

ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করল পরিস্থিতি। প্রেসিডেন্সিতে পড়ল পোস্টার। মুখ্যমন্ত্রী আপনি স্বাগত নন। দেওয়াল লিখনে হুঙ্কার। টাকায় যাবে না কেনা।

বিকেল ৩.৩০

বাধা পেলেন শিক্ষামন্ত্রী। মূল ভবনে ঢুকতে দিল না ছাত্রবিক্ষোভ। শিক্ষামন্ত্রী চলে গেলেন ডিরোজিও ভবনের দিকে। প্রেসিডেন্সির মূল ক্যাম্পাসে প্রথমবার পা রেখেই বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী। কালো পতাকা দেখালেন ছাত্রছাত্রীদের একাংশ। কালো পতাকা দেখতে হল মুখ্যমন্ত্রীকে। শুনতে হল 'নট ওয়েলকাম' স্লোগান।

বিকেল ৪.৩০

ডিরোজিও ভবনে কল্পতরু মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়কে দরাজ হাতে অনুদান। একইসঙ্গে বিক্ষোভকে কটাক্ষ।

বিকেল ৫.০০

বেরোনোর সময় ফের বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। পুলিস কর্মীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি। পুলিসি হেনস্থার প্রতিবাদে এবার উপাচার্যকে ঘেরাও করলেন বিক্ষোভকারীরা।

এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ূরা। প্রেসির আন্দোলনে সামিল হয় যাদবপুর। উত্তাল থেকে পরিস্থিতি আরও উত্তাল পর্যায়ে পৌছায়। উপাচার্যের পদত্যাগ দাবি করে সরব হয় আন্দোলনকারীরা। পড়ুয়াদের অভিযোগ আজ মুখ্যমন্ত্রীকে ঘিরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় তাঁদের উপর আক্রমণ করেছে পুলিস। তাঁদের দাবি এরপর ছাত্র-ছাত্রীরা অন্যদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলে মুখ্যমন্ত্রীর গাড়ির জন্য 'সেফ প্যাসেজ' তৈরির নামে তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিস। পড়ুয়ারা জানিয়েছেন এই ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন।

এরমধ্যেই ২২ অগাস্ট প্রেসিডেন্সিতে সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। প্রেসিডেন্সির ঘটনার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ কর্মসূচিতে পথে নামতে পারে তৃণমূলও।  

http://zeenews.india.com/bengali/kolkata/presi-agitation_130804.html






--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment