Monday, August 24, 2015

বাজারের হাতে বিদ্যুৎ:



--
বাজারের হাতে বিদ্যুৎ:
১৯৯৮ সালের মার্চ মাসে অটল বিহারি বাজপেয়ি দ্বিতীয় বারের জন্যে দেশের চতুর্দশ প্রধানমন্ত্রি হিসাবে গদিতে যখন বসলেন , রইলেন ২০০৪ পর্যন্ত ।সেই সময়েই দেশের বিদ্যুত সরবরাহের ক্ষেত্রে বিষবৃক্ষের একটি চারা প্রোথিত হয় ।অটলবিহারি বাজপেয়ি বিদ্যুৎ ক্ষেত্রে বিরাট মাপের সংস্কারকে উৎসাহিত করেন, তৎকালীন রেলমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জিও এই প্রসঙ্গে চর্চা এড়িয়ে যান, তার তথাকথিত প্রতিবাদী সত্ত্বা থেকেও কোন আওয়াজ উঠে আসেনি ।বিদ্যুৎ ক্ষেত্রকে ঢালাউ বেসরকারিকরন করে বিদ্যুৎ ব্যবসায়িদের স্বার্থে যথেচ্ছভাবে বিদ্যুতের দাম বাড়াবার হাতিযার হিসাবে আনা হল বিদ্যুৎ আইন ২০০৩ কে ।তার আগেই বিদ্যুৎ ক্ষেত্রকে নিয়ন্ত্রন করার ভূমিকা থেকে সরকার উঠে এল -১৯৯৮ সালে তৈরি হল The Electricity Regulatory Commission Act 1998 এবং এই আইনের বলে তৈরি হয় কেন্দ্রে Central Electricity Regulatory Commission বা CESC আর রাজ্যে রাজ্যে State Electricity Regulatory Commission বা SERC .তৈরি হল ব্যক্তিপূজির বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে মুনাফা অর্জনের প্রসারিত ক্ষেত্র ।পূর্বতন বামফ্রন্ট সরকার বিদ্যুতের দাম বাড়লেও ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহার কারি গ্রাহকদের জন্যে ১২০ কোটি টাকা ভর্তুকির ব্যবস্থা করেছিল ।ফলত দাম বাড়লেও তার প্রভাব কিছুটা হলেও সাধারন মানুষের উপর কম পড়েছিল ।৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহার কারিদের জন্যে সরকারি শুল্ক সম্পূর্ন মকুব করেছিল ।এটাই হলো নীতির পার্থক্য ।মমতা ব্যানার্জির সরকার বিভিন্ন ক্ষেত্রে জলসার পিছনে ঢালাউ খরচা করতে পারে, কিন্তু কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে নির্বিকার ।দিল্লিতে কেজরিওয়াল সরকার কিন্তু বিদ্যুতের দামের বোঝা লাঘব করতে ভর্তুকি দিচ্ছেন ।তৃণমূল সরকারের আমলে বিগত পাচ বছরে র ইউনিট প্রতি বুদ্যুতের দাম বেড়েছে নিম্নরূপ :
২০১১-৪.৭৩ টাকা ২০১২-৫.৮৮ টাকা ২০১৩-৬.০৩ টাকা ২০১৪-৬.১০ টাকা ২০১৫-৬.৯৭ টাকা (প্রতি ইউনিট)
বিগত ৫ বছরে ইউনিট প্রতি ২ টাকা ২৪ পয়সা দাম বাড়িযেছে যা শতাংশের হিসাবে ৪৭% ।
এই দামবৃদ্ধি সারা ভারতের হিসাবে সর্বাধিক ।
প্ল্যানিং কমিশনের তথ্য অনুযায়ি
২০১৪ সালে সারা ভারতে বিদ্যুতের গড় দাম = ৪ .৮১ টাকা (প্রতি ইউনিট)
২০১৪ সালে পশ্চিমবঙ্গে বিদ্যুতের গড় দাম = ৫.৮০ টাকা (প্রতি ইউনিট)
২০১৪ সালে CESC বিদ্যুতের গড় দাম= ৬.১০ টাকা (প্রতি ইউনিট)
অর্থাৎ সারা ভারতের নিরিখে CESC র ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম সব থেকে বেশি ।
দাম বাড়াবার যুক্তি হিসাবে তারা যে MVCA (Monthly Variable Cost Adjustment )র যিক্তি দেয় তা নিয়ে পরবর্তি পর্বে বিশেষ আলোচনা হবে । (কৃতগ্গতা কমরেড অরিন্দম চক্রবর্তী )

Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment