Sunday, June 16, 2013

মমতার ষড়যন্ত্রেই সিআইডি হানা, অভিযোগ গৌতমের

মমতার ষড়যন্ত্রেই সিআইডি হানা, অভিযোগ গৌতমের

মমতার ষড়যন্ত্রেই সিআইডি হানা, অভিযোগ গৌতমের
এই সময়: সিআইডি-র নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন সিপিএম নেতা তথা প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব৷ তবে ২১ জুন সিআইডি-র সদর দপ্তর ভবানী ভবনে তিনি হাজির হবেন কি না, শনিবার তা স্পষ্ট করেননি এই ডাকাবুকো সিপিএম নেতা৷ তিনি বলেন, 'দু-এক দিনের মধ্যেই আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসব৷ তার পর পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত হবে আমি সিআইডি-র কাছে যাব কি না৷' প্রাক্তন আবাসনমন্ত্রীর এই মন্তব্যে পরিষ্কার, সিআইডি-কে এড়াতে তিনি আদালতে যাওয়ার রাস্তা খুঁজছেন৷ তা হলে কি তিনি সিআইডি-র মুখোমুখি হতে ভয় পাচ্ছেন? গৌতমবাবুর জবাব, 'মোটেও না৷ আমার বিরুদ্ধে একটা কাগজও সিআইডি দেখাতে পারবে না৷ আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ভাবে আমাকে সিআইডি-র জালে জড়াতে উদ্যোগী হয়েছেন৷ এই রাজনৈতিক ষড়যন্ত্রের মোকাবিলা রাজনৈতিক পথেই হওয়া উচিত৷' তবে তিনি সিআইডি-র কাছে যাবেন না, এ কথা স্পষ্ট করে বলেননি প্রাক্তন আবাসনমন্ত্রী৷

এ দিকে, আবাসনের জমি কেলেঙ্কারির অভিযোগ গৌতমবাবু ফুত্কারে উড়িয়ে দিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পুত্র চন্দন বসু এ দিন জানিয়েছেন, 'অনিয়ম কিছু হয়ে থাকলে তা তত্কালীন সরকার বলতে পারবে৷ আমি কিছুই জানি না৷ আমি কোনও সুবিধাও নিইনি৷' চন্দনবাবুকে সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেছেন গৌতমবাবুও৷ চন্দনবাবু এ দিন বলেন, 'গৌতমবাবুর সঙ্গে আমার বাবার ঘনিষ্ঠতা ছিল৷ কিন্ত্ত আমার সঙ্গে ছিল না৷ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একজন ব্যবসায়ী হিসেবেই আমি কাজ করেছি৷ জ্যোতি বসুর পুত্র বলে কোনও বাড়তি সুবিধা নিইনি৷'

চন্দনবাবু আত্মপক্ষ সমর্থনে এ কথা বললেও বর্তমান সরকারের অভিযোগ কিন্ত্ত তিনি নস্যাত্ করেননি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অভিযোগ, বাম জমানায় বেঙ্গল গ্রিনফিল্ড নামে আবাসনে জন্য যৌথ উদ্যোগের যে কোম্পানি তৈরি হয়, যার প্রধান অংশীদার চন্দনবাবু, সেই সংস্থাকে আবাসন তৈরির জন্য সস্তায় জমি দেওয়া হয়েছিল৷ যার ফলে সরকারের সংস্থা আবাসন পর্ষদের ২০ কোটি টাকা লোকসান হয়৷ সেই টাকা গেল কোথায়? চন্দনবাবুর জবাব, 'আমি বলতে পারব না৷ আমি তো সরকারে ছিলাম না৷ যাঁরা সরকার চালিয়েছেন, তাঁরা বলতে পারবেন৷' প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের এই বক্তব্য নিঃসন্দেহে গৌতমবাবুদের অস্বস্তি বাড়িয়ে দেবে৷ তবে দক্ষিণ শহরতলির যে জমির দাম নিয়ে বিতর্ক, চন্দনবাবুর দাবি, ওই জমি আর কোনও উদ্যোগপতি ব্যবহার করতে চাননি৷ তিনিই প্রথম ওই জমিতে আবাসন গড়তে এগিয়ে গিয়েছিলেন৷ তাঁর আক্ষেপ, 'এ জন্যই কি আমাকে আজ হেনস্থা হতে হচ্ছে?' তাঁর বক্তব্য, 'আরও অনেক ব্যবসায়ীকে সরকার জমি দিয়েছে৷ আমার সংস্থাকে নিয়ে এত কথা কেন?' এ দিন গৌতমবাবুও বলেন, ওই জমিতে কোনও অনিয়ম হয়নি৷ জমিটার দাম ছিল আট কোটি টাকা৷ কেউ নিতে চাইছিল না৷ আমরা শেষ পর্যন্ত ১৬ কোটি টাকায় জমিটা বিক্রি করেছি৷ লোকসানের প্রশ্নই ওঠে না৷

সরকারি সূত্রের খবর, জমি কেলেঙ্কারি নিয়ে আবাসন দফতরের সচিব তালতলা থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে গৌতমবাবু ছাড়াও আরও যে ১৭ জনের নাম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলেন চন্দনবাবু৷ আবাসনমন্ত্রী ছাড়াও গৌতমবাবু ছিলেন আবাসন পর্ষদের চেয়্যারম্যান৷ আর চন্দনবাবু হলেন বেঙ্গল গ্রিনফিল্ডের ম্যানেজিং ডিরেক্টর৷ এ দিন তিনি জানান, সিআইডি তাঁর অফিসের কয়েকজনকে জিজ্ঞাসা করেছে৷ সিআইডি-র অতিরিক্ত ডিজি শিবাজি ঘোষ জানিয়েছেন, চন্দনবাবুকেও তাঁরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন৷ এ দিন চন্দনবাবু বলেন, 'আমি প্রস্ত্তত৷ তবে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব৷ আমি কোনও অন্যায় করিনি৷ সরকারকে নিয়মিত ডিভিডেন্ট দিয়েছি৷' এই সঙ্গেই তিনি যৌথ উদ্যোগের আবাসন নিয়ে সরকারের বিশেষ অডিটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, 'সকারের তো সব খতিয়ে দেখাই উচিত৷ আমাদের কাছে যে কাগজপত্র চেয়েছে, সব দিয়েছি৷'

বাম জমানায় ন'টি বেসরকারি কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে সব শ্রেণির মানুষের জন্য আবাসন গড়তে উদ্যোগী হয়েছিল বামফ্রন্ট সরকার৷ এই ন'টি কোম্পানির একটি হল চন্দনবাবু ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগের প্রকল্প বেঙ্গল গ্রিন ফিল্ড লিমিটেড৷ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যৌথ উদ্যোগের কোম্পানিগুলির কাজকর্ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন৷ অর্থ দন্তরের বিশেষ অডিটে ধরা পড়ে বেঙ্গল গ্রিন ফিল্ড কোম্পানিকে সস্তায় জমি দেওয়ায় সরকারি সংস্থা আবাসন পর্ষদের ২০ কোটি টাকা লোকসান হয়েছে৷ এ ছাড়াও চন্দনবাবুর ওই কোম্পানির বিরুদ্ধে আরও অভিযোগ, তারা বাড়তি মুনাফা করার লক্ষ্যে গরিব মানুষের আবাসন কম সংখ্যায় বানিয়ে বেশি দামের ফ্ল্যাট বানিয়ে বিক্রি করেছেন৷ এই সম্পর্কে চন্দনবাবু বলেন, 'আমি সস্তায় জমি চেয়েছিলাম, কিন্ত্ত পাইনি৷' তাঁর প্রশ্ন, আরও অনেক কোম্পানিকে সরকার জমি দিয়েছে৷ শুধু আমার কোম্পানি নিয়ে কেন সিআইডি তদন্ত হচ্ছে৷

No comments:

Post a Comment