Wednesday, July 13, 2011

Fwd: [The Sunday Indian (Bengali)] ‘কল্পতরু’ হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী



---------- Forwarded message ----------
From: Debojyoti Roy <notification+kr4marbae4mn@facebookmail.com>
Date: 2011/7/13
Subject: [The Sunday Indian (Bengali)] 'কল্পতরু' হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী
To: "The Sunday Indian (Bengali)" <141952465882717@groups.facebook.com>


'কল্পতরু' হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর ভট্টাচার্য ও দেবজ্যোতি রায় | Issue Dated: জানুয়ারি 13, 2011 ভোটের প্রচারে গিয়ে 'অনুন্নয়ন'ই জঙ্গলমহলের প্রধান সমস্যা বলেছিলেন৷ আর মুখ্যমন্ত্রীর আসনে বসার পর জঙ্গলমহলের প্রথম সফরে গিয়ে সেই উন্নয়নকেই হাতিয়ার করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করলেন বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর৷ পাশাপাশি, বন্দুক ছেড়ে নতুন সরকারের এই 'কর্মযজ্ঞে' সামিল হয়ে আহ্বান জানান তিনি৷ তাঁর কথায়,
Debojyoti Roy 6:03pm Jul 13
'কল্পতরু' হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী
চন্দ্রশেখর ভট্টাচার্য ও দেবজ্যোতি রায় | Issue Dated: জানুয়ারি 13, 2011
ভোটের প্রচারে গিয়ে 'অনুন্নয়ন'ই জঙ্গলমহলের প্রধান সমস্যা বলেছিলেন৷ আর মুখ্যমন্ত্রীর আসনে বসার পর জঙ্গলমহলের প্রথম সফরে গিয়ে সেই উন্নয়নকেই হাতিয়ার করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করলেন বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর৷ পাশাপাশি, বন্দুক ছেড়ে নতুন সরকারের এই 'কর্মযজ্ঞে' সামিল হয়ে আহ্বান জানান তিনি৷ তাঁর কথায়, "বন্দুক ধরলে দেশের হয়ে ধরবেন৷ বন্দুক ধরুণ দেশের সেবা করার জন্য৷ ব্যাক্তিহত্যা করার জন্য নয়৷"
তবে, মঙ্গলবার নয়াগ্রাম ও ঝাড়গ্রামের দুই সভায় মমতা বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজের কথা ঘোষণা করলেও এদিনের সভায় জনগণের সমাবেশ ছিল যথেষ্টই কম৷ যে ঝাড়গ্রামে গত ৯ আগস্ট লক্ষাধিক জনগণের মাঝে স্বামী অগ্নিবেশ ও মেধা পাঠেকরকে নিয়ে সভা করেছিলেন 'জননেত্রী' মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ঝাড়গ্রামেই এদিনের সভায় ভিড় হয়েছিল সাকুল্যে হাজার পাঁচেক৷ এমনকি, দ্বিতীয় সভাস্হল নয়াগ্রামও ছিল একইরকম ফ্লপ৷ আর, এর কারণ হিসাবে জঙ্গলমহল নিয়ে মুখ্যমন্ত্রীর মমতার 'দিশাহীন' সরকার পরিচালনাকেই দায়ী করছে রাজনৈতিকমহল৷
এদিনের সভায় মাওবাদীদের নাম না করে অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফেরার আহ্বান জানান তিনি৷ মাওবাদীদের সঙ্গে তাঁর 'ভুল বোঝাবুঝি'র কথা স্বীকার করে নিয়ে আলোচনার পথ খোলা রেখে তাঁদের 'উন্নয়ন যজ্ঞে' সামিল হওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, "বন্ধুগণ, যাঁরা আমাকে ভুল বুঝেছেন , আমি তাঁদের আলোচনায় বসতে আহ্বান জানাচিছ৷" এদিন মমতা নতুন-পুরানো মিলিয়ে জঙ্গলমহলের জন্য ৪০ দফা কর্মসূচী ঘোষণা করেন৷
প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও মুখ্যমন্ত্রীর এই প্যাকেজ কিন্তু টানতে পারেনি জঙ্গলমহলকে৷ যে ছিতামণি মুর্ুর উপড়ে দেওয়া চোখ নিয়ে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি, ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী তাঁর নামে লাখ টাকা ঘোষণা করলেও সভার চৌহদ্দির মধ্যে পাওয়া গেল সেই ছিতামণিকে৷ মুখ্যমন্ত্রী যখন 'পাঁচহাজারি' সভায় ভাষণ দিচেছন, দিনমজুর ছিতামণি তখনও ব্যস্ত ধান রোওয়ার কাজেই৷ 'কেন সভায় নেই' - এই প্রশ্নের সহজ উত্তর ছিতামণির - "আমাদের তো কেউ বলেই নি যে মুখ্যমন্ত্রী সভা করতে আসছেন জঙ্গলমহলে৷" অন্যদিকে, জেলবন্দি ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তির জবাব, "আগস্টে যখন লালগড়ের সভায় গিয়েছিলাম তখন ওনার আমাদের দরকার ছিল৷ আজ হয়ত আর দরকার নেই, তাই আমাদের থেকে অনেক দূরে চলে গেছেন উনি৷" মমতার দুটি সভার একটিতেই যৌথবাহিনী প্রত্যাহার কিংবা বন্দিমুক্তির প্রসঙ্গ উঠে আসেনি৷ এই ব্যাপারটাও কিন্তু নজর এড়িয়ে যায়নি জঙ্গলমহলের৷


জঙ্গলমহলে 'কল্পতরু' মুখ্যমন্ত্রী
· এলাকাভিত্তিকভাবে জঙ্গলঘেঁষা মানুষকে বনাঞ্চলের অধিকার
· জঙ্গলমহলের জন্য স্পেশাল কনস্টেবল
· পুলিশের অত্যাচারে গুরুতর আহতদের মাথাপিছু এক লাখ, কম আহতদের মাথাপিছু ৫০,০০০
· ভূমিহীন কৃষকদের পাট্টা বিলি
· ৩-৪টি ব্লকে বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্র
· জিএনএম ও এএনএমের আওতায় নার্সিং কলেজ
· তিন জেলা মিলিয়ে ১০,০০০যুবক-যুবতীকে নিরাপত্তা বাহিনীতে চাকরি
· জঙ্গলমহলে আলাদা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক
· ভাতাভোগী দুঃস্হ কৃষকদের সংখ্যা একলাফে ৮০০০ থেকে ৭৫,০০০
· কৃষিবন্ধু স্কিমে মাসে ৪,০০০টাকা
· বছরে ৪২,০০০টাকা পর্যন্ত আয়ের আদিবাসী পরিবারকে মাসে ১২কেজি চাল
· আয় বছরে ৩৬,০০০টাকার মধ্যে হলে সাধারণ পরিবারকেও সপ্তাহে ২ কেজি করে চাল
· কিশোরীদের পোস্ট ম্যাট্রিক বৃত্তিতে পাঁচ মাসের জন্য ২,৭৫০টাকা
· নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া সব কিশোরীদের তিন মাসের মধ্যে সাইকেল
· শালবনি-নয়াগ্রাম গোপীবল্লভপুরে কলেজ
· সুকলগুলিতে অলচিকি ভাষা পড়ানোর জন্য ১,৮০০শিক্ষক
· তিন জেলার মোট ২৩৫ মাধ্যমিক স্তরের সুকলকে উচচমাধ্যমিকে উন্নীত করা (পঃ মেদিনীপুরে১২৪, বাঁকুড়া ৪৮ ও পুরুলিয়ায়৬৩)
· ছাত্র ছাত্রীদের জন্য ৩৩ টি হস্টেল
· স্বাস্হ্য পরিষেবায় বরাদ্দ ১২০ কোটি টাকা
· ব্লকে ১৫ দিন চিকিৎসা শিবির
· ৬মাসে অঙ্গনওয়ারি কেন্দ্র
· প্রতিটি ব্লকে পুষ্টি পুনবার্সন কেন্দ্র
· সব ব্লক প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে ৩০ শয্যার হাসপাতাল
· তিন জেলায় পানীয় জল প্রকল্পে ১১২ কোটি৷ ব্যয় আড়াই বছরে
· তিন জেলায় ৩৬ টি প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্র
· ঝাড়গ্রাম স্বাস্হ্য কেন্দ্রকে জেলাস্হরে হাসপাতালে উন্নীতকরণ৷ দুটি নার্সিং সুকল
· একমাসের মধ্যে ঝাড়গ্রাম উন্নয়ন পর্ষদকে পুনরুজ্জীবিত করা
· সাঁওতাল অ্যাকাডেমি, ক্রীড়া অ্যাকাডেমি
· সুবর্ণরেখা নদীর উপর স্হায়ী ব্রিজ

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment