Wednesday, July 13, 2011

Fwd: [Manusher Sangramer kotha addai uthuk] নয়াচরে বিনয়োগেচ্ছু প্রসূন মুখার্জির বিদ্যুত...



---------- Forwarded message ----------
From: Sukumar Mitra <notification+kr4marbae4mn@facebookmail.com>
Date: 2011/7/13
Subject: [Manusher Sangramer kotha addai uthuk] নয়াচরে বিনয়োগেচ্ছু প্রসূন মুখার্জির বিদ্যুত...
To: Manusher Sangramer kotha addai uthuk <200057440035198@groups.facebook.com>


নয়াচরে বিনয়োগেচ্ছু প্রসূন মুখার্জির বিদ্যুত শিল্পের কোন অভিজ্ঞতা নেই/ শঙ্কর রায়     ইন্দোনেশিয়ার কুখ্যাত সালিম গোষ্ঠীর সহযোগী ও ইউনিভার্সাল সাক্সেস এন্টারপ্রাইজের মালিক প্রসূন মুখার্জি নাকি ১০,০০০-২০,০০০ টাকা বিনিয়োগ করে নয়াচরে বিশাল তাপবিদ্যুত কমপ্লেক্স গ ড়ে তুলতে চান, অথচ তাঁর বা তাঁর কর্তৃত্বাধীন গোষ্ঠীর বিদ্যুত প্রকল্প গড়ার কোন অভিজ্ঞতাই নেই। প্রসূনবাবুর হয়ে বেশরম প্রচার চালাচ্ছে একটি পত্রিকা গোষ্ঠী, যার রবিবাসরীয় সাময়িকীর প্রতি সংখ্যায় ভিত রেরপ্রচ্ছদে একটি রঙিন বিজ্ঞাপন থাকে।     আসলে প্রসূনবাবুর উদ্দেশ্য অন্যত্র-নিহিত। তাঁর গোষ্ঠী ইন্দোনেশিয়ার বেশ কিছু কয়লা খনির ইজারা নিয়েছে। তিনি অনেক বারই বলেছেন যে, তিনি বাইরে থেকে ভাল জাতের কয়লা আমদানি করে বিদ্যুত প্রকল্প গড়বেন। সুত রাং তাঁর প্রকৃত উদ্দেশ্য ঐ ইজারা নেওয়া কয়লা খনির বাজার গড়া।  তাছাড়া নয়াচরে শিল্প গড়ে তোলা অত্যন্ত বিপজ্জনক। জিয়লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ( জি এস আই)নয়া চরে প্রাথমিক সমীক্ষায় বলেছিল যে সেখানকার প্রাস্তরিক চরিত্র টলমলে ও দুর্বল (আন্ডিউলেটিং), ৮০ বছর আগে যার অস্তিত্বই ছিল না। নন্দীগ্রাম ছেড়ে যখন সালিম- ইউনিভার্সাল সাক্সেস যৌথ উদ্যোগ  তদানীন্তন শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও সিপি আই(এম)-এর পলিট ব্যুরো সদস্য নিরুপম সেনের মাধ্যমে বলে যে সিঙ্গাপুরের জুরং-এ শিল্প হতে পারে, নয়া চরেও হতে পারে। জুরং টাউন কর্পোরেশনকে দিয়ে তার অনুকূলে একটি সমীক্ষাও করিয়ে নেয়।   সেই হাস্য কর যুক্তিকে যে  ভূ-বিজ্ঞানীরা খন্ডন করেন, তাঁদের অন্যতম জি এস আই-এর প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর জেনারেল সুব্রত সিনহা।  ইন্টারনেট- জ্ঞানকোষ উইকিপিডিয়াও সুস্পষ্টভাবে বলেছে, জুরঙ ও নয়াচরের ভূ-প্রকৃতি ও প্রাস্তরিক চরিত্র স ম্পূর্ণ আলাদা -
Sukumar Mitra 5:45pm Jul 13
নয়াচরে বিনয়োগেচ্ছু প্রসূন মুখার্জির বিদ্যুত শিল্পের কোন অভিজ্ঞতা নেই/ শঙ্কর রায়



ইন্দোনেশিয়ার কুখ্যাত সালিম গোষ্ঠীর সহযোগী ও ইউনিভার্সাল সাক্সেস এন্টারপ্রাইজের মালিক প্রসূন মুখার্জি নাকি ১০,০০০-২০,০০০ টাকা বিনিয়োগ করে নয়াচরে বিশাল তাপবিদ্যুত কমপ্লেক্স গ ড়ে তুলতে চান, অথচ তাঁর বা তাঁর কর্তৃত্বাধীন গোষ্ঠীর বিদ্যুত প্রকল্প গড়ার কোন অভিজ্ঞতাই নেই। প্রসূনবাবুর হয়ে বেশরম প্রচার চালাচ্ছে একটি পত্রিকা গোষ্ঠী, যার রবিবাসরীয় সাময়িকীর প্রতি সংখ্যায় ভিত রেরপ্রচ্ছদে একটি রঙিন বিজ্ঞাপন থাকে।



আসলে প্রসূনবাবুর উদ্দেশ্য অন্যত্র-নিহিত। তাঁর গোষ্ঠী ইন্দোনেশিয়ার বেশ কিছু কয়লা খনির ইজারা নিয়েছে। তিনি অনেক বারই বলেছেন যে, তিনি বাইরে থেকে ভাল জাতের কয়লা আমদানি করে বিদ্যুত প্রকল্প গড়বেন। সুত রাং তাঁর প্রকৃত উদ্দেশ্য ঐ ইজারা নেওয়া কয়লা খনির বাজার গড়া।

তাছাড়া নয়াচরে শিল্প গড়ে তোলা অত্যন্ত বিপজ্জনক। জিয়লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ( জি এস আই)নয়া চরে প্রাথমিক সমীক্ষায় বলেছিল যে সেখানকার প্রাস্তরিক চরিত্র টলমলে ও দুর্বল (আন্ডিউলেটিং), ৮০ বছর আগে যার অস্তিত্বই ছিল না। নন্দীগ্রাম ছেড়ে যখন সালিম- ইউনিভার্সাল সাক্সেস যৌথ উদ্যোগ তদানীন্তন শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও সিপি আই(এম)-এর পলিট ব্যুরো সদস্য নিরুপম সেনের মাধ্যমে বলে যে সিঙ্গাপুরের জুরং-এ শিল্প হতে পারে, নয়া চরেও হতে পারে। জুরং টাউন কর্পোরেশনকে দিয়ে তার অনুকূলে একটি সমীক্ষাও করিয়ে নেয়। সেই হাস্য কর যুক্তিকে যে ভূ-বিজ্ঞানীরা খন্ডন করেন, তাঁদের অন্যতম জি এস আই-এর প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর জেনারেল সুব্রত সিনহা।

ইন্টারনেট- জ্ঞানকোষ উইকিপিডিয়াও সুস্পষ্টভাবে বলেছে, জুরঙ ও নয়াচরের ভূ-প্রকৃতি ও প্রাস্তরিক চরিত্র স ম্পূর্ণ আলাদা -

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment