Thursday, October 31, 2013

মৌখিক নির্দেশে কাজে না, আমলাদের সুপ্রিম রায়

মৌখিক নির্দেশে কাজে না, আমলাদের সুপ্রিম রায়
SC
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের একটি নির্দেশই রাজনৈতিক চাপ কমাল আমলাদের ওপর থেকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাঁদের আমলাদের ন্যূনতম মেয়াদ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, লিখিত নির্দেশ না-পাওয়া পর্যন্ত, শুধুমাত্র নেতাদের মুখের কথার ওপর নির্ভর করেই আমলাদের কোনও কাজ করা থেকেও বিরত থাকার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট লক্ষ করেছে আমলাদের নিশ্চিত মেয়াদ পেশাদারিত্ব, দক্ষতা এবং স্বচ্ছ প্রশাসন বৃদ্ধি করে। সুপ্রিম কোর্ট এ-ও বলেছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই আমলাতন্ত্রে কাজের মান নিম্নমুখী হয়।

পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে একটি নির্দেশিকা জারি করতে বলেছে। নির্দেশ দেওয়া হয়েছে, ন্যূনতম ১০ বছরের জন্য আমলাদের কার্যকালের মেয়াদ নিশ্চিত করা হোক।

এমনকি নেতাদের মৌখিক নয়, বরং লিখিত নির্দেশেই কাজ করতে বলেছে সুপ্রিম কোর্ট। যাতে প্রত্যেকের নির্দেশের লিখিত প্রমাণ থাকে।

প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি টিএসআর সুব্রহ্মণ্যম-সহ ৮৩ জন অবসরপ্রাপ্ত আমলার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। রায়ের পর তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। আমলারা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

No comments:

Post a Comment