গাইঘাটা, দত্তপুকুর: সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীরা জোট বেঁধে তাঁকে খুনের চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়৷ বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং দত্তপুকুরে দু'টি সভাতেই তাঁর অভিযোগ, 'আমি বারাসতের কামদুনিতে না-গেলে বুঝতেই পারতাম না, ওখানে সিপিএম এবং মাওবাদীরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে৷ আমাকে আমার সিকিউরিটির লোকেরাও জানিয়েছেন, আর একটু হলেইআমি খুন হয়ে যেতাম৷'এর পরই তিনিবিরোধীদেরউদ্দেশে 'তুইতোকারি'শুরুকরেন৷মুখ্যমন্ত্রীবলেন, 'লুকিয়ে খুন করবিকেন?সাহসথাকলেসামনে আয়৷ আমি সামনেদাঁড়াচ্ছি৷ফেট্টিবেঁধে মুখ ঢাকেকারা?যারা মুখ দেখাতেভয়পায়৷যে যতই চেষ্টাকরুকনা কেন, মমতাবন্দ্যোপাধ্যায়কেশেষ করা যাবে না৷মানুষতাঁরপাশেআছে৷'খুনেরপ্রসঙ্গেসিপিএমেররাজ্যসম্পাদকবিমানবসুরপ্রতিক্রিয়া, 'সম্পূর্ণমিথ্যেকথা৷ উনিযেকামদুনিতেযাবেনতাপুলিশবাসংবাদমাধ্যমজানত না৷ উনি লাল আতঙ্কেভুগছেন৷'প্রদেশকংগ্রেস সভাপতিপ্রদীপভট্টাচার্যবলেন,'আমাদেরতোমাথাখারাপহয়নিযেমুখ্যমন্ত্রীকে খুন করতেযাব৷'
আগামী ২ জুলাই আদৌ প্রথম দফার পঞ্চায়েত ভোট হবে কি না, তা নিয়ে এখনও সংশয় কাটেনি৷ সেটা নিয়ে এখনও রাজ্য সরকার, রাজ্য নির্বাচনকমিশন এবং আদালতেরমধ্যেটানাপোড়েনচলছে৷ তার মধ্যেইমুখ্যমন্ত্রী এ দিন থেকেইপঞ্চায়েতভোটেরপ্রচারশুরু করে দিলেন৷আরপ্রথমপ্রচারেরজেলাহিসেবেবেছেনিলেনউত্তর২৪পরগনাকে, যেজেলারআইনশৃঙ্খলাপরিস্থিতিনিয়েএইমুহূর্তেরাজ্যরাজনীতিসরগরম৷সোমবারকামদুনিতেগিয়েমুখ্যমন্ত্রীস্থানীয়কিছুমহিলারতুমুলবিক্ষোভেরমুখেপড়েন৷তাঁরঅভিযোগ, সিপিএমএইবিক্ষোভকরিয়েছে৷ তার পরই তিনি এবংতাঁরদলেরনেতারাএরপিছনে'সিপিএম-মাওবাদীআঁতাঁত'-এরগন্ধপান৷ বাম আমলেসিঙ্গুর-নন্দীগ্রামপর্বে ঠিকএইভাবেইতত্কালীনমুখ্যমন্ত্রীবুদ্ধদেবভট্টাচার্য এবং তাঁরদলওই জমি আন্দোলনেতৃণমূলেরসঙ্গেমাওবাদীদেরযোগাযোগআবিষ্কারকরেছিলেন৷যদিওপরবর্তিকালেসিপিআই (মাওবাদী) দলনন্দীগ্রামেমাওবাদীরাপ্রত্যক্ষভাবেআন্দোলনে অংশ নিয়েছিল বলে তাদেরদলিলে স্বীকার করে৷কামদুনি,গাইঘাটা, গেদে, রানিতলায়একেরপরএকধর্ষণ এবং খুনেরপ্রতিবাদেবৃহস্পতিবারইকলকাতায়নাগরিকমিছিলেরডাক দিয়েছেবিদ্বজ্জনেদেরএকটিঅংশ৷ এদিনেরদু'টিসভাতেইতিনিবলেন, 'ছোট ঘটনাবড় করে দেখানোহচ্ছে৷কামদুনিনিয়েবড়বেশিরাজনীতি হচ্ছে৷'
বুদ্ধবাবুর মতোই তাঁর উত্তরসূরি মমতাও সেই মাওবাদী যোগাযোগই খুঁজে পেয়েছেন৷ বাম আমলে অবশ্য তখনকার বিরোধী নেত্রী মমতামাওবাদীদের অস্তিত্বস্বীকারকরতেন না৷ তিনিবারবারবলতেন, 'ওসব মাও-ফাও বলে কিছুনেই৷মার্কসবাদীরাইদিনেসিপিএমআররাতেমাওবাদীসেজেখুনখারাবিকরছে৷'
কামদুনিতে মুখ্যমন্ত্রী সিপিএম এবং মাওবাদীদের আঁতাঁত এবং চক্রান্তের সুস্পষ্ট অভিযোগ করেছেন৷ তার সঙ্গে তিনি কংগ্রেস এবং বিজেপিকেওজুড়ে দিয়েছেন৷গাইঘাটারজনসভায়মমতাবলেন, 'কামদুনিতেধর্ষণেরঘটনায়যারা ধরা পড়েছে, তারাসকলেসিপিএমেরমজিদমাস্টারেরলোকছিল৷সবকটারশাস্তিহবে৷একমাসেরমধ্যেতাদেরফাঁসিরব্যবস্থা করব ফাস্টট্রাককোর্টেরমাধ্যমে৷'তাঁরকথায়, 'এখন যেখানেযা কিছুহচ্ছে, তারপিছনেআমিইজড়িত বলে গোয়েবলসেরকায়দায়মিথ্যাপ্রচারচলছে৷ খুন হচ্ছে, রেপ হচ্ছে৷ বলা হচ্ছে, আমিইনাকিরেপ করেছি৷তা-ওনাহয় আমি পুরুষহলে কথা ছিল৷'
বুধবার দুই সভাতেই তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীদের এক হাত নেন৷ মমতা বলেন, 'আগে সিপিএম-কংগ্রেস-বিজেপির জোটছিল৷ এখন আবারমাওবাদীরা যোগ দিয়েছে৷ মাও আরখাও৷সবএকাকার৷'তাঁরদাবি, পঞ্চায়েতভোটেরপরসিপিএমেরনামইমুছেযাবে৷মুখ্যমন্ত্রী বলেন,'অভিযোগ করা হচ্ছে, আমার ছবি নাকিসারদারকর্তাকিনেছেন ১ কোটি৮২লক্ষটাকাদিয়ে৷ডাহামিথ্যাকথা৷আমারসব ছবি আমি'জাগোবাংলা'কেদিয়েছি৷ ওরা তাবিক্রিকরেছে৷সবলেনদেনচেকেহয়েছে৷ আমি মুকুলকে (রায়) বলেছি, এদেরবিরুদ্ধেফৌজদারি মামলাকরতে৷'এর পরইতাঁরসংযোজন, 'আরে মমতাকিতোদের মতো চোর-ডাকাতযেবালতিবালতিটাকানেবে? তোদেরপয়সায় খাব নাকি? আমি রাস্তায় বসে ছবিআঁকলেতাকোটিকোটিটাকায়বিক্রিহবে৷'দত্তপুকুরেরজনসভায়তিনিকংগ্রেসেরসমালোচনাকরে বলেন, 'ওরা টাকাদিচ্ছে না৷ দরকার নেইওদেরটাকায়৷৩৫বছরেসিপিএমরাজ্যটাকে শেষ করে দিয়েছে৷টাকা নেই, পয়সানেই৷
সব ওরা মেরে দিয়েছে৷ এখন আমার অবস্থা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরামের মতো৷ আগে জানলে এই ফাঁদে পা দিতাম না৷ কত কষ্ট করেরাজ্যটাচালাচ্ছি৷আরকিছু লোক আছে শুধুআমাকেগালাগালদেওয়ারজন্য৷'দু'টিসভাতেইতেমন লোক হয়নি৷গাইঘাটারচাঁদপাড়ায়মিলন সঙ্ঘের মাঠঅনেকটাইফাঁকাছিল৷দত্তপুকুরেমমতারবক্তৃতা শেষ হওয়ারআগেইজনতা মাঠ ছাড়তেশুরুকরে৷
আগামী ২ জুলাই আদৌ প্রথম দফার পঞ্চায়েত ভোট হবে কি না, তা নিয়ে এখনও সংশয় কাটেনি৷ সেটা নিয়ে এখনও রাজ্য সরকার, রাজ্য নির্বাচনকমিশন এবং আদালতেরমধ্যেটানাপোড়েনচলছে৷ তার মধ্যেইমুখ্যমন্ত্রী এ দিন থেকেইপঞ্চায়েতভোটেরপ্রচারশুরু করে দিলেন৷আরপ্রথমপ্রচারেরজেলাহিসেবেবেছেনিলেনউত্তর২৪পরগনাকে, যেজেলারআইনশৃঙ্খলাপরিস্থিতিনিয়েএইমুহূর্তেরাজ্যরাজনীতিসরগরম৷সোমবারকামদুনিতেগিয়েমুখ্যমন্ত্রীস্থানীয়কিছুমহিলারতুমুলবিক্ষোভেরমুখেপড়েন৷তাঁরঅভিযোগ, সিপিএমএইবিক্ষোভকরিয়েছে৷ তার পরই তিনি এবংতাঁরদলেরনেতারাএরপিছনে'সিপিএম-মাওবাদীআঁতাঁত'-এরগন্ধপান৷ বাম আমলেসিঙ্গুর-নন্দীগ্রামপর্বে ঠিকএইভাবেইতত্কালীনমুখ্যমন্ত্রীবুদ্ধদেবভট্টাচার্য এবং তাঁরদলওই জমি আন্দোলনেতৃণমূলেরসঙ্গেমাওবাদীদেরযোগাযোগআবিষ্কারকরেছিলেন৷যদিওপরবর্তিকালেসিপিআই (মাওবাদী) দলনন্দীগ্রামেমাওবাদীরাপ্রত্যক্ষভাবেআন্দোলনে অংশ নিয়েছিল বলে তাদেরদলিলে স্বীকার করে৷কামদুনি,গাইঘাটা, গেদে, রানিতলায়একেরপরএকধর্ষণ এবং খুনেরপ্রতিবাদেবৃহস্পতিবারইকলকাতায়নাগরিকমিছিলেরডাক দিয়েছেবিদ্বজ্জনেদেরএকটিঅংশ৷ এদিনেরদু'টিসভাতেইতিনিবলেন, 'ছোট ঘটনাবড় করে দেখানোহচ্ছে৷কামদুনিনিয়েবড়বেশিরাজনীতি হচ্ছে৷'
বুদ্ধবাবুর মতোই তাঁর উত্তরসূরি মমতাও সেই মাওবাদী যোগাযোগই খুঁজে পেয়েছেন৷ বাম আমলে অবশ্য তখনকার বিরোধী নেত্রী মমতামাওবাদীদের অস্তিত্বস্বীকারকরতেন না৷ তিনিবারবারবলতেন, 'ওসব মাও-ফাও বলে কিছুনেই৷মার্কসবাদীরাইদিনেসিপিএমআররাতেমাওবাদীসেজেখুনখারাবিকরছে৷'
কামদুনিতে মুখ্যমন্ত্রী সিপিএম এবং মাওবাদীদের আঁতাঁত এবং চক্রান্তের সুস্পষ্ট অভিযোগ করেছেন৷ তার সঙ্গে তিনি কংগ্রেস এবং বিজেপিকেওজুড়ে দিয়েছেন৷গাইঘাটারজনসভায়মমতাবলেন, 'কামদুনিতেধর্ষণেরঘটনায়যারা ধরা পড়েছে, তারাসকলেসিপিএমেরমজিদমাস্টারেরলোকছিল৷সবকটারশাস্তিহবে৷একমাসেরমধ্যেতাদেরফাঁসিরব্যবস্থা করব ফাস্টট্রাককোর্টেরমাধ্যমে৷'তাঁরকথায়, 'এখন যেখানেযা কিছুহচ্ছে, তারপিছনেআমিইজড়িত বলে গোয়েবলসেরকায়দায়মিথ্যাপ্রচারচলছে৷ খুন হচ্ছে, রেপ হচ্ছে৷ বলা হচ্ছে, আমিইনাকিরেপ করেছি৷তা-ওনাহয় আমি পুরুষহলে কথা ছিল৷'
বুধবার দুই সভাতেই তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীদের এক হাত নেন৷ মমতা বলেন, 'আগে সিপিএম-কংগ্রেস-বিজেপির জোটছিল৷ এখন আবারমাওবাদীরা যোগ দিয়েছে৷ মাও আরখাও৷সবএকাকার৷'তাঁরদাবি, পঞ্চায়েতভোটেরপরসিপিএমেরনামইমুছেযাবে৷মুখ্যমন্ত্রী বলেন,'অভিযোগ করা হচ্ছে, আমার ছবি নাকিসারদারকর্তাকিনেছেন ১ কোটি৮২লক্ষটাকাদিয়ে৷ডাহামিথ্যাকথা৷আমারসব ছবি আমি'জাগোবাংলা'কেদিয়েছি৷ ওরা তাবিক্রিকরেছে৷সবলেনদেনচেকেহয়েছে৷ আমি মুকুলকে (রায়) বলেছি, এদেরবিরুদ্ধেফৌজদারি মামলাকরতে৷'এর পরইতাঁরসংযোজন, 'আরে মমতাকিতোদের মতো চোর-ডাকাতযেবালতিবালতিটাকানেবে? তোদেরপয়সায় খাব নাকি? আমি রাস্তায় বসে ছবিআঁকলেতাকোটিকোটিটাকায়বিক্রিহবে৷'দত্তপুকুরেরজনসভায়তিনিকংগ্রেসেরসমালোচনাকরে বলেন, 'ওরা টাকাদিচ্ছে না৷ দরকার নেইওদেরটাকায়৷৩৫বছরেসিপিএমরাজ্যটাকে শেষ করে দিয়েছে৷টাকা নেই, পয়সানেই৷
সব ওরা মেরে দিয়েছে৷ এখন আমার অবস্থা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরামের মতো৷ আগে জানলে এই ফাঁদে পা দিতাম না৷ কত কষ্ট করেরাজ্যটাচালাচ্ছি৷আরকিছু লোক আছে শুধুআমাকেগালাগালদেওয়ারজন্য৷'দু'টিসভাতেইতেমন লোক হয়নি৷গাইঘাটারচাঁদপাড়ায়মিলন সঙ্ঘের মাঠঅনেকটাইফাঁকাছিল৷দত্তপুকুরেমমতারবক্তৃতা শেষ হওয়ারআগেইজনতা মাঠ ছাড়তেশুরুকরে৷
No comments:
Post a Comment