জলমগ্ন ক্যামাক স্ট্রিটের ছবি। -- শুভ্রজিত্ চন্দ্র
এই সময়: ঘণ্টাখানেকের মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হাওড়ার বেশ কিছু অঞ্চলও। এদিন সকাল দশটা থেকেই কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। সাড়ে এগারোটা নাগাদ বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। বেশ কয়েকটি জায়গায় বাজ পড়ার খবরও পাওয়া গিয়েছে। কলকাতায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। হাওড়ায় বাজ পড়ে মৃত দুই। আহতও হয়েছেন দু-জন।
ঘণ্টাখানেক ভারী বৃষ্টিতে বরাবরই জল জমে যায় কলকাতায়। এবারও তার ব্যতিক্রম হল না। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জল জমে যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। জলমগ্ন রাস্তায় আটকে পড়ে নাজেহাল হলেন পথচলতি মানুষ। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
ঘণ্টাখানেক ভারী বৃষ্টিতে বরাবরই জল জমে যায় কলকাতায়। এবারও তার ব্যতিক্রম হল না। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জল জমে যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। জলমগ্ন রাস্তায় আটকে পড়ে নাজেহাল হলেন পথচলতি মানুষ। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
No comments:
Post a Comment