Saturday, June 15, 2013

মহিলা প্রার্থীকে থান পাঠিয়ে হুমকি পাথরপ্রতিমায়, অশান্ত জলপাইগুড়িও

মহিলা প্রার্থীকে থান পাঠিয়ে হুমকি পাথরপ্রতিমায়, অশান্ত জলপাইগুড়িও


পাথরপ্রতিমা ও শিলিগুড়ি: যে যায় লঙ্কায়, সে হয় রাবণ৷ শাসন ক্ষমতায় থাকার সুবাদে সিপিএম যেমন ভাবে পঞ্চায়েত ভোটের আগে বিরোধী প্রার্থীদের হুমকি দিত, মহিলাদের জন্য থান কাপড় পাঠিয়ে ভয় দেখাত, তৃণমূলও এখন সেই পথেই হাঁটছে বলে অভিমত রাজনৈতিক মহলের৷ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বনশ্যামনগরে মহিলা সিপিএম প্রার্থীর বাড়ির বারান্দায় সাদা থান এবং আলতার শিশি রেখে খোলা চিঠিতে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে৷ অবশ্য সেই হুমকির তোয়াক্কা না করেই সিপিএম প্রার্থী তাপসী বাগ বিডিও এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন৷ পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন৷ তাপসী দেবীর স্বামী নাড়ুগোপাল দাস পেশায় দিনমজুর৷ তাপসী বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের ২২৯ এবং ২২৪ নং বুথের গ্রাম সংসদের সিপিএম প্রার্থী হয়েছেন৷ অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তাঁকে কখনও মোবাইল ফোনে, কখনও সামনাসামনি তা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে৷ তিনি দমেননি৷ ১০ তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি একটি হুমকি-চিঠি পান৷ তাতে লেখা ছিল, '৫ লক্ষ টাকা নিয়ে মনোনয়ন তুলে নাও৷ না হলে সাদা থান পরতে হবে৷' তিনি ওই চিঠিকে কোনও আমল দেননি৷ তাপসী জানান, বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির বারান্দায় কে বা কারা সাদা থান এবং আলতার শিশি রেখে গিয়েছে৷ পাশে একটি চিঠিতে লেখা 'সব শেষ৷' তিনি এদিনই বিডিও এবং স্থানীয় থানার অফিসারকে লিখিত অভিযোগ জানিয়েছেন৷ তাপসী বলেন, 'ওরা যে হুমকিই দিক না কেন, আমি ভয় পাই না৷ আমি যখন ভোটে দাঁড়িয়েছি, শেষ দেখে ছাড়ব৷ মানুষ আমার পাশে৷' নাড়ুগোপালবাবু বলেন, 'আমরা ওকে ভোট থেকে সরে আসতে বলছি৷ কিন্তু ও কোনও কথা শুনছে না৷' পাথরপ্রতিমার বিডিও অচিন্ত্য হাজরা বলেন, 'অভিযোগ পেয়েছি৷ পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷'

অন্য দিকে পাথরপ্রতিমার সিপিএম নেতা সুভাষ মণ্ডলের খুনের ঘটনায় তাপস দাস নামে এক সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
দলের বিধায়ক সমীর জানা জানান, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে সিপিএম৷

এ দিন সন্ধ্যায় মহেশতলার চটায় তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে৷ তৃণমূল নেতৃত্ব জানান, ওই প্রার্থী দলবল
নিয়ে প্রচারে বেরলে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়৷ তাঁর মাথায় আঘাত লাগে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে৷

বৃহস্পতিবার বাসন্তীতে এক নির্বাচনী জনসভা করলেনআব্দুর রেজ্জাক মোল্লা৷ ক্যানিং ২ নং ব্লক হাতছাড়া হওয়ার পর ফের পুরোনো মেজাজে
সিপিএমের 'চাষার ব্যাটা'৷ বললেন, ''তৃণমূলের সময় ঘনিয়ে আসছে৷'

পিছিয়ে নেই জলপাইগুড়িও৷ মনোনয়ন পর্ব শেষ হতেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় প্রার্থী প্রত্যাহারের জন্য সিপিএম ও কংগ্রেস
প্রার্থীদের উপরে চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ বুধবার উত্তরবঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে৷ সিপিএম সূত্রে
জানা গিয়েছে, তৃণমূলের তরফে ভয় দেখানো-সহ নানা কারণে ডুয়ার্সের মেটেলিতে বেশ কিছু পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি সিপিএম৷ নাম
প্রত্যাহারের জন্য মারধর, হুমকির ঘটনা চলছে রাজগঞ্জ ব্লকের কুকুরজান ও মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ জলপাইগুড়ির সিপিএম সাংসদ মহেন্দ্র রায় অভিযোগ করেছেন, কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বগুলাডাঙি গ্রাম সংসদের সিপিএম প্রার্থী বাবলু হাজরাকে হুমকি দেওয়া হয়েছে৷

বুধবার রাতে ওই গ্রামে তৃণমূলের সমর্থকদের সঙ্গে সিপিএম সমর্থকদের সংঘর্ষও হয়৷ রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি মোশারফ হোসেনের দাবি, 'এসব সিপিএমের অপপ্রচার৷ কোথাও কাউকে নাম প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়নি৷ বরং গত রবিবার মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএমের লোকেরা আমাদের সমর্থকদের উপরে হামলা করেছে৷' মান্তাদারিতে তৃণমূলের বিরুদ্ধে হামলা, ভয় দেখানোর অভিযোগ করেছে কংগ্রেসও৷ রাজগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত নাগ বলেন, 'মান্তাদারির টাকিমারির চর এলাকায় আমাদের সমর্থকদের তৃণমূলের গুণ্ডারা ভয় দেখাচ্ছে৷' বৃহস্পতিবার ব্লক কংগ্রেসের একটি প্রতিনিধি দল সেখানে যান৷ মহেন্দ্রবাবুর অভিযোগ, পুলিশ তৃণমূলের কথায় চলছে বলে ওই এলাকায় সন্ত্রাস বেড়ে গিয়েছে৷ এদিনই তৃণমূল সমর্থকেরা মিলনপল্লি এলাকায় সিপিএমের বিদায়ী প্রধানের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দিয়েছে৷ বুধবার গজলডোবাতেও তৃণমূলের বাইক বাহিনী আমাদের সমর্থকদের মারধর করেছে৷'

No comments:

Post a Comment